বিশ্বের ১০ টি সুন্দর দেশ গুলি কি কি
আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বের ১০ টি সুন্দর দেশ সম্পর্কে জানতে চাইছেন। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা আলোচনা করব বিস্তারিত সত্যি সুন্দর দেশ গুলি কি কি? বিশ্বের দশটি সুন্দর দেশ সম্পর্কে জানতে হলেন নিচের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
নতুন কিছু উদ্ভাবন করা বা দেখা মানুষের স্বভাব গুণ। আমরা অনেকেই জানিনা এই সুন্দর দেশগুলি সম্পর্কে। আজকে আমাদের পোস্টে বিশ্বের ১০ টি সুন্দর দেশের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব।
ভূমিকা
মানুষ ভ্রমন পিপাসু। আবার কিছু মানুষ ভ্রমন করার সুযোগ পাই আবার কিছু মানুষ সুযোগ পাই না। আবার অনেক মানুষ টাকার অভাবে ভ্রমন করতে যেতে পারে না। তবে টাকা থাকলে প্রাই সব মানুষ ভ্রমন করতে চাই। তবে বিশ্বের সব জাইগা ভ্রমন এর জন্য নয়। কিছু কিছু জাইগা অতি সুন্দর আবার কিছু কিছু জাইগা কম সুন্দর। তবে বিশ্বে এমন কিছু জাইগা আছে যে অতি সুন্দর। যা প্রাই প্রতিটি মানুষ কে প্রবাবিত করে।
আরো পড়ুনঃ কম্পিউটারের ব্যবহার কি কি?
বিশ্বের মানুষ সৌন্দর্যের পূজারি। সৌন্দর্য ভালোবাসা না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। না আমরা অবশর সময় কাটানোর জন্য হলেও এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে থাকি। বিভিন্ন ধরনের মানুষ এই পৃথিবীতে দেখা যায়। প্রায় ৭০০ কোটি মানুষ এই পৃথিবীতে বাস করে। এ থেকে প্রায় বেশিরভাগ মানুষই ভ্রমণ করতে ভালোবাসে। অনেকে আবার নিজের মন মানসিকতা ঠিক করার জন্য হলেও বিদেশে ভ্রমণ করতে যায়। কেউ কেউ বিভিন্ন কাজের জন্য হলেও বিদেশে যাই
বিশ্বের দশটি সুন্দর দেশ
এই পৃথিবীর সব জায়গায় সুন্দর তবে তার ভিতরে কিছু কিছু জায়গা বেশি সুন্দর। আর সেই সুন্দর দেশগুলো নিয়ে আজকের আলোচনা। হয়তো কোন দেশ বেশি সুন্দর হয়তো কোন দেশ একটু কম সুন্দর তাই যে দেশগুলো বেশি সুন্দর সেই দেশগুলোকে আগে রাখা হয়েছে। বিশ্বে অনেক গুলা দেশ রয়েছে । তার মধ্যে ১০ দেশ আপনার জন্য নিবাচন করা হলো। নিন্মে ১০ টি দেশের নাম দেয়া হলো...
১।কানাডা
২।যুক্তরাস্ট্র
৩।ভারত
৪। আয়ারলান্ড
৫। ইতালি
৬। ব্রাজিল
৭। চীন
৮। দক্ষিণ আফ্রিকা
৯।নিউজিলান্ড
১০। সুইজারলান্ড
১। কানাডাঃ
পূথিবীর সব থেকে সুন্দর দেশ হচ্ছে কানাডা । পাশাপাশি পূথিবীর দ্বি তীয় বূহত্তম দেশ হচ্ছে কানাডা। এটি এমন একটি দেশ যেখানে একইসাথে বন্য, শহুরে সব রমান্টিক স্থানের দেখা মেলে। বিশ্বখ্যাত নয়্যাগ্রা জলপ্রপাত এই কানাডায় অবস্তিত। কানাডাতে এইটি সরাসরি দেখা যাই ফলে এই জল প্রপাত টি সামনে থেকে ভালোভাবে দেখা যাই। এখানে প্রতি বছর প্রাই ৩০ মিলিয়ন লোকের সমাগম হয় । এখানেই বিশ্বের সব চেয়ে বেশি লেক আছে। দেখা যায় এই দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ বলা হয়।
২।যুক্তরাস্ট্রঃ
বেশির ভাগ ভ্রমন পিপাসু মানুষ আমেরিকার শহর এর জন্য অনুপ্রানিত হয়। যুক্তরাষ্ট্রে অনেক মানুষ কাজের জন্য যায় আবার কেউ লেখাপড়ার জন্য যায় আবার ভ্রমণ করতে যায়। সেই জন্য তারা লস আঞ্জেলেস, শিকাগো এবং নিউইয়ক সহ বড় শহর গুলিতে ভ্রমন করতে বলেন। আর যাইহোক এই দেশ সুন্দর এর দিক থেকে ২ নাম্বারে অবস্থান করছে।
মার্কিন যুক্তরাস্ট্র বিভিন্ন রকম প্রকূতিক দিক থেকে অন্ন রকম একটি বিশাল দেশ। বিদেশী পযটকদের ভ্রমনের হিসেবে এটি বিশ্বের ২য় বূহত্তম দেশ। অবসর সময় কাটানোর জন্য হলেও আপনি এই বৃষ্টি ভ্রমণ করতে পারেন।
৩। ভারতঃ
ভারতে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম জলবায়ু বিরাজ করে। এটি একটি বিশাল দেশ। হিমালয় থেকে ভারত মহাসাগর পযন্ত বিস্তূত এই দেশে বিভিন্ন পাহার, মালভূমি ,নদী, বিভিন্ন পশু পাখি ,সাগর মরুভুমি, অবস্থিত। আর এইগুলোর জন্য ভারত কে ৩ নাম্বারে অবস্থান দেয়া হয়েছে।
অপরূপ সৌন্দর্যের দেশ ভারত। এখানে শীতের সময় বরফ পরেআবার বৃষ্টির সময় অধিক পরিমাণে বৃষ্টি ও হয়।
৪।আয়ারলান্ডঃ
আইরিশ মানুষ একে অন্যের সাথে কথা বলতে ভালোবাসে। অন্যান্য দেশের মানুষের প্রতি তাদের আগ্রহ রয়েছে। এরা খুবই নম্র হয়। ইউরোপের উত্তর পশ্চিমে এই দেশ অবস্থিত। এটি আয়তনে একটি ছোট দেশ। যার আয়তন মাত্র ৭০ হাজার বগ কিলোমিটার। বিভিন্ন রকম পাহাড়-পর্বত ,বিভিন্ন রকম গাছ পালার জন্য বিখ্যাত। পৃথিবীর সৌন্দর্যের দেশ হিসেবে আয়ারল্যান্ডকে চার নম্বরে রাখা হয়েছে।
৫। ইতালিঃ
ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত ইতালি। পূথিবীর খুব কম দেশ আছে যে ইতালির সাথে পেরে উঠবে । বিশ্বের সব চেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি এর মাঝে আছে। বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ এই দেশে ঘুরতে আসে। বিশ্বের অনেক দেশ থেকে ইতালিতে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে যায়।
৬। ব্রাজিলঃ
ব্রাজিল বিশ্বের ৫ম তম বূহতম দেশ। এটি দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ।ব্রজিল কথাটি সুনলেই মনে পড়ে ফুটবল খেলার কথা। তবে সুন্দর এর দিক থেকেও অনেক এগিয়ে গিয়েছে এই দেশ। বিশ্বের ৬ নাম্বার এ আছে এই দেশ।এই দেশের জীব বৈ চিত্র , পাহাড় - পর্বত, সমভূমি, মালভূমি আর প্রকূতিক পরিবেশ এ অনেক এগিয়ে আছে।
৭। চীনঃ
বিশাল জনগোস্টি নিয়ে এই দেশ ৭ নাম্বারে অবস্থান করছে। আকারে অনেক বড় বিধায় এখানে সুন্দর পরিবেশ বিরাজ করে।বিভিন্ন রকম বাড়ি ঘর , তার পাশা পাশি The Great Wall টি এখানে অবস্থান করছে।
আরো পড়ুনঃ মোবাইল ব্যাবহার করার নিয়ম
৮। দক্ষিণ আফ্রিকাঃ
দক্ষিণ আফ্রিকা গোটা আফ্রিকা মহাদেশের একটি গুরুত্ব পুণ্য দেশ।দেশটির প্রাকূতিক সৌন্দযের কথা না বললে নয়। দেশটিতে তিনটি রাজধানি রয়েছে। এখানে কেপ পয়েন্ট, টেবিল পর্বত সহ আরো দর্শনীয় স্থান রয়েছে।
৯। নিউজিল্যান্ডঃ
বিভিন্ন সব সৌন্দর্যের জায়গা জন্য নিউজিল্যান্ডকে ব্যাপক সৌন্দর্যের দেশ বলা হয়। মাওরি ভিলেজ,কাঠের তৈরী শিল্প কারখানার জিনিশ পত্র দেখা যাই,বিভিন্ন প্রানীকুল,এবং প্রাকূতিক পরিবেশ দেখা যাই। দেখা যায় বিভিন্ন ক্যালেন্ডার এ নিউজিল্যান্ডের কিছু সুন্দর সুন্দর জায়গার ছবি দেয়া হয়। প্রতি বছর অনেক মানুষ এই দেশে ঘুরতে আসে।এই জন্য এই দেশ কে ৯ নাম্বারে দেয়া হয়েছে। নিউজিল্যান্ড সৌন্দর্য ভরপুর একটি দেশ।
১০।সুইজারলান্ডঃ
পূথিবীর বুকে এক টুকরা সর্গ বলা হয় এইদেশ কে। আর সেই দেশ টির নাম হলো সুইজারলান্ড। গোটা বিশ্ব ভ্রমন করার জন্য এই দেশকে উপোযোগি মনে করা হয়।এই দেশের আয়তনের প্রাই ৭০ ভাগ অংশে রয়েছে আপ্লাস পর্বত মালা।সুইজারল্যান্ডকে পৃথিবীর ১০ তম সৌন্দর্যের দেশ বলা হয়ে থাকে। সুইজারলান্ড এর সব থেকে উচু পর্বত এর নাম হচ্ছে মন্টি রোজা।
লেখক এর শেষ মন্তব্য
সৌন্দর্যের লিলায় লীলা ভূমি এই দেশগুলি দেখলে মন জুড়িয়ে যায়। অনেক সময় টেলিভিশনের পর্দায় যখন এই দেশগুলির সৌন্দর্য দেখায় তখন আমরা মুগ্ধ হয়ে যায়। আপনি যদি অবসর সময় কাটাতে চান বা বিভিন্ন জলবায়ুর সাথে পরিচিত হতে চান তাহলে এই দেশগুলি ভ্রমণ করতে পারেন। পর্যটকদের কাছ থেকে এই দোষ দেশগুলো ব্যাপকভাবে ইনকাম করে। তবে আপনার সমর্থ্য অনুযায়ী আপনি যে কোন দেশ ভ্রমণ করতে পারেন। তবে আপনার কাছে যেই দেশ ভালো লাগে আপনি সেই দেশ গুলা ভ্রমন করতে পারেন।
আরো পড়ুনঃ বিশ্বের কয়েকটি ব্র্যান্ড স্মার্টফোন
উপরের পোস্টটি পরে যদি আপনার কোন উপকার হয় তাহলে আমার ওয়েবসাইটটির লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।
আর কে আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতেকটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url