সিয়াম কি? কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়

আসসালামু আলাইকুম। সাওম অর্থ রোজা। আপনি কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা কি কি কারণে রোজা ভেঙে যাই রোজা কি এই সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করব। কি কি কারনে রোজা ভঙ্গ হয়ে যায় এই সম্পর্কে জানতে হলে নি পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

সিয়াম কি? কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়


ইসলামের পাঁচটি মূল স্তম্ভ রয়েছে। তার মধ্যে রোজা অন্যতম। সিয়াম কে মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আরকে আজকের এই পোস্টে রোজা কি? কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। ভঙ্গ হওয়া রোজার কাফফারা কি। রোজা ভাঙ্গার শর্ত সমূহ কি কি আলোচনা করব।

ভূমিকা

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন রকম ভোট বিলাস পানাহার এবং অন্যান্য বিষয় আছে সেই বিষয় থেকে বিরত থাকাকে রোজা বা সিয়াম বলা হয়। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রমজান মাসের রোজা পালন করা আবশ্যক। ছোট বাচ্চাদের নির্দিষ্ট একটা বয়স সীমা আছে সেই বয়সীমার পার হয়ে গেলে রোজা পালন করা আবশ্যক। 


হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের সিয়াম পালন করার সঠিক নিয়ম বলে দিয়েছেন।

সিয়াম কি

মুসলমান জানে রমজান মাসে সিয়াম পালন করতে হয়। তার মধ্যে কেউ করে আবার কেউ সিয়াম পালন করতে পারে না। আমরা অনেকেই জানিনা সিয়াম কি। মুসলমান হিসেবে সিয়াম সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের অবশ্যই পালনীয় কর্তব্য। কেউ কেউ বলেন সিয়াম পালন করলে শরীরের যাকাত দেয়া হয়। আসুন জানি আমরা সিয়াম কি?
  • সিয়াম একটি ফরজ ইবাদত।
  • সিয়াম একটি আরবি শব্দ যার অর্থ বিরত থাকা।
  • সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ একটি ইবাদত ব্যবস্থা।
  • ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিন নম্বর স্তম্ভ সিয়াম।
  • প্রাপ্তবয়স্কদের মধ্যে সিয়াম পালন করা ফরজ।
  • সিয়াম পালনে মহান আল্লাহর প্রতি ভালবাসার সৃষ্টি হয়।
  • ইয়াম রমজান মাসে পালন করা হয়।
  • দীর্ঘ একমাস ধরে এই সিয়াম পালিত হয়।
  • সিয়াম বিভিন্ন প্রকার হয়।

সিয়াম কত প্রকার ও কি কি

আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে থাকি।তার পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা সিয়াম পালন করে থাকি। সিয়াম কত প্রকার ও কি কি আমরা অনেকেই জানিনা। আবার জানার চেষ্টাও করি না। আবার অনেকেই মনে করিস সিয়াম শুধু এক প্রকার এর কোন প্রকারভেদ হয় না। কিন্তু না এর প্রকারভেদ রয়েছে। জানি আমরা সিয়াম কত প্রকার ও কি কি সম্পর্কে
সিয়াম কে সাধারণত ৫ ভাগে ভাগ করা হয়। যথা-
  1. ফরজ সিয়াম
  2. ওয়াজিব সিয়াম
  3. ওকে মুস্তাহাব সিয়াম
  4. সুন্নত সিয়াম
  5. নফল সিয়াম
এগুলো হচ্ছে সিয়ামের প্রকারভেদ। বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিয়াম পালন করা হয়। তবে এই ইসলাম গুলোর মধ্যে কোনগুলো অবশ্যই পালনীয় আবার কোনগুলো পালন করলে হয় আবার কোনগুলো না করলেও হয়। এই সিয়াম গুলোর মধ্যেও নেকীর কম বেশি রয়েছে।

সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি কি

সারাদিন বিভিন্ন কাজ, খাবার দাবার ইত্যাদি থেকে বিরত থাকার পরে যদি আপনার সিয়াম ভঙ্গ হয়ে যায় তাহলে আপনার কর্ম শেষ হয়ে যায়। সিয়াম ভঙ্গ হওয়া একটি হতাশার কারণ। সিয়াম ভঙ্গ হওয়ার কারণ অনেকগুলোই আছে। আমরা অনেকেই জানিনা সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি কি। আসুন জেনে নেই সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি কি?
  • ইচ্ছে করে বমি করলে সিয়াম বা রোজা ভঙ্গ হয়ে যায়।
  • ইসলাম ধর্ম ত্যাগ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়।
  • বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেললে সিয়াম ভাঙ্গা হয়ে যায়।
  • কোন প্রকারই ইনজেকশন বা স্যালাইন দিলে সিয়াম ভঙ্গ হয়ে যায়।
  • বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে সিয়াম হয়ে যায়।
  • রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে সিয়াম বা রোজা ভঙ্গ হয়ে যায়।
  • ইফতারের সময় হয়েছে ভেবেই সূর্যাস্তের আগেই ইফতার করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় ।
  • কাম বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হয়ে যায়।
  • ভুলক্রমে কেউ কোন কিছু খেয়ে রোজা ভেঙে গেছে বলে আবার নতুন করে খাওয়াকে সিয়াম ভঙ্গ বলে।
  • সিয়াম থাকা অবস্থায় ওযু করার সময় নাকে বা মুখ দিয়ে পানি ভিতরে চলে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে।
  • মেয়েদের মাসিক হলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
  • পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হয়ে যাবে।
  • স্ত্রীর সাথে সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়।
  • শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে সিয়াম ভঙ্গ হয়ে যায়।    

সিয়াম ভাঙ্গার কারণে কাফফারা কি

সিয়াম একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। এটি বছরের সব সময় পাওয়া যায় না গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিয়াম। আর এই সিয়াম ভেঙ্গে গেলে বা না করতে পারলে বা ছেড়ে দিলে এর কাফফারা অনেক দিতে হয়। সিয়ামের কাফফারা বিভিন্নভাবে দেয়া যায়। সিয়াম ভাঙ্গার কারণে কাফফারা কি অনেকগুলোই আছে

  • কোন ব্যক্তি যদি কোন কারণে সিয়াম ভেঙে ফেলে তবে সে ৬০ জন মিসকিনকে খাওয়াতে পারবে শুধু একটি সিয়ামের জন্য।
  • সিয়ামের কাফ করার জন্য একটি মাত্র সিয়ামের জন্য দুই মাস সিয়াম পালন করতে হবে।
  • যদি দুই মাস সিয়াম পালন করতে না পারে তবে দাস মুক্ত করতে হবে সিয়াম ভঙ্গকারী কে।
  • মহিলারা বিভিন্ন ধরনের সিয়াম পালন করতে না পারাই পরবর্তীতে যেকোনো সময় সেই পরিমাণ সিয়াম পালন করতে পারবেন।
আরো পড়ুনঃ যে কারনে রমজান মাসের গুরুত্ব

কোন কোন ব্যক্তির জন্য সিয়াম পালন মওকুফ

রমজানে এমনও মানুষ আছে যারা ভীষণভাবে অসুস্থ থাকে।শারীরিক সমস্যাই দিন কাটায় । বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে সফরে যেতে হয়। এ সময়ই ইফতার ও সেহেরির ঠিকমতো করা হয় না তাই মৌকুফ করা হয়েছে। কোন কোন ব্যক্তির জন্য সিয়াম পালন মওকুফ তা জেনে নেই।

  • রমজান মাসে কোন ব্যক্তি যদি সফর করে তবে সেই সফররত সময়ে তার জন্য সিয়াম মওকুফ।
  • মহিলাদের গর্ভধারণ ও দুধ পান করানো অবস্থাই সিয়াম পালন করা মওকুফ করা হয়েছে।
  • বার্ধক্য ও জোরা গ্রস্তের কারণে অনেক মানুষকে পালন করতে পারে না। ইসলামে তাদের জন্য সিয়াম পালন মৌকুফ করা হয়েছে।তবে সুস্থ হলে সেই সময় সিয়াম পালন করতে পারবে বা করে নেবে।
  • খোদা তৃষ্ণার কারণে অস্বাভাবিক দুর্বলতা হয়ে পড়লে তার জন্য সিয়াম পালন মওকুফ করা হয়েছে ।
  • মহিলাদের পিরিয়ডের সময় সিয়াম পালন মওকুফ করা হয়েছে। তবে পিরিয়ড শেষ হলে আবার সিয়াম পালন করতে পারবে। যে কয়টা সিয়াম ছুটবে, পরবর্তীতে পালন করে নেবে।

লেখকের শেষ মন্তব্য

আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সিয়াম অতি গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সিয়ামের জুরি নেই। আমরা সবাই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব সিয়াম পালন করা। যারা প্রাপ্তবয়স্ক আছি তাদের জন্য সিয়াম পালন করা ফরজ। সিয়াম কি,সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি কি, সিয়াম কত প্রকার ও কি কি, সিয়াম ভাঙ্গার কারণে কাফফারা কি তাছাড়া কোন কোন ব্যক্তির জন্য সিয়াম পালন মওকুফ করা হয়েছে তার সম্পর্কে ব্যাপকভাবে জানলাম। এবং তা পালন করার চেষ্টা করি আমরা।


উপরের পোস্টটি পরে যদি আপনার কোন উপকার হয় তাহলে আমার ওয়েবসাইটের লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর কে আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url