আম খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি কি?

 


আম খাওয়ার উপোকারিতা ও অপোকারিতা জানার জন্যে আপনি অনেক খুঁজা খুঁজি করেছেন, কিছুই পান নি । হ্যা আপনি ঠিক জাইগায় এসেছেন, আমার এইখানে আম খাওয়ার উপকারিতা ও অপোকারিতা সম্পর্কে সব তথ্য দেয়া হয়েছে, জেনে নিন আপনার মুল্যবান তথ্যটি। আপনার তথ্য সম্পর্কে খুঁজতে নিচের অংশ টুকু পড়তে পারেন।

প্রত্যেক জিনিসের একটা ভালো আর একটা মন্দ দিক রয়েছে। ঠিক তেমনি আম খাওয়ার উপোকারিতা   আম খাওয়ার অপোকারিতা রয়েছে। তবে সঠিক নিয়মে এই আম খেলে কোন সমস্যার সৃস্টি হয় না।
আম খাওয়ার উপকারিতা ও অপকারিতা  কি


ভূমিকা

আল্লাহর নেয়ামতের অভাব নেই। তিনি যে কত নিয়ামত দিয়েছেন আমাদের জীবন কে সহজ করার জন্য তার কোন শেষ নেই। সারা জীবন শুক্রিয়া আদায় করলেও শেষ হবে না। আম একটি সুস্বাধু ফল, এতে কোন সন্দেহ নেই এবং লোভনীয় ফল। তবে এই ফলের কিছু উপকারিতা থাকার পাশা পাশি অপকারিতা ও আছে।


 অর্থাৎ এই ফলের অনেক গুলি উপোকারি গুন থাকার পাশা পাশি কিছু অপোকারি গুন ও রয়েছে। তবে এই ফলের উপকারি গুনই বেশি আছে। যেমন এই ফল এক জনের সাথে অন্য জনের মাঝে ভালো বাসা জোগায়। এই আম হজমে সহায়তা করে তার পাশা পাশি চখের যত্নে সহায়ক ভূমিকা পালন করে। আর সব চেয়ে বড় কাজ হচ্ছে এই ফল ক্যান্সার প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে।

তবকের যত্নে আর স্মূতি শক্তি বাড়াতে ব্যাপক ভুমিকা পালন করে থাকে। আম খাওয়ার উপকারিতা পাশা পাশি অনেক অপোকারিতা ও আছে। যেমন এটি শরীরের অজন বাড়িয়ে দেয়।অধিক পরিমানে খেলে পেটে সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাড়াতে পারে এই এলাজি। আর রক্তে সকর্রা বাড়িয়ে দেয় আম। নিম্নে আমের উপোকারিতা ও অপোকারিতা সম্পরকে আলোচনা করা হলো-
  • আম খাওয়ার উপকারিতা 
  • আম ভালোবসা জাগায়
  • আম ওজন কমায়
  • আম ক্যান্সার প্রতিরোধ করে
  • আম তবকের ভেতর পরিষ্কার রাখে
  • আম আলকালাইন ভারসাম্য ঠিক রাখে
  • আম কোলেস্টেরল নিয়ন্ত্রন রাখে
  • রোগ প্রতিরোধে আম
  • স্মূতি শক্তি বাড়াতে আম
  • আম খাওয়ার অপকারিতা কি
  • দ্রুত ওজন বাড়ায় আম
  • আম পেটে সমস্যা করে
  • এলারজি বাড়িয়ে দেয় আম
  • লো-ফাইবার এ আম

আম খাওয়ার উপোকারিতা 

আম খাওয়ার  উপোকারিতা রয়েছে অনেক। আম খাওয়ার মাধ্যেমে অনেক সমস্যার সমাধান হয়। নিচে আম খয়াওয়ার উপকারিতা গুলি দেয়া হলো-

আম ভালোবাসা জাগায়

বিশেষজ্ঞদের মত অনুযায়ি আম খেলে মনে ভালো বাসার জন্ম নেয়। তাই বিদেশে এই আম কে লাভ ফ্রুট বলা হয়ে থাকে। তাই এই ফল একে অন্যকে দেয়ার মাধ্যেমে ভালোবাসা বাড়ানো যাই। তাই বেশি বেশি করে এই ফল আপনার প্রিয়জন কে উফাহার দিতে পারেন। আত্নীয় সজন কে দিলে সম্পর্ক আরো গভীর হয়।এতে আম ভালোবাসা জাগায়। আম একটি লোভি ফল। এই ফল যে কেউ দেখকে খেতে চাইবে। যে কেউ পেতে চাইবে।

আম ওজন কমায়

আমের মধ্যে রয়েছে বিভিন্ন রকম পুষ্টি উপাদান।তাই এই আম খেলে আপনার সারাদিনের পুস্টির চাহিদা পুরন হয়ে যাই।তার পাশা পাশি এই আম আপনার শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এতে আপনার শরীরের ওজন কমাতে সুবিধা হয়। নিয়ম মেনে এই ফল খেলে আপনার শরীরের ওজন কমে যায়।

ক্যান্সার প্রতিরোধে আমের ব্যাবহার

অধিক গুন সম্পপুন্য ফল হচ্ছে এই আম। আমে রয়েছে নানান ধরনের আন্টি- অস্কিডেন্ট। এই ফলের আন্টি- অস্কিডেন্ট গুলি বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেমন, স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার ইত্যাদি। তাই ক্যান্সার প্রতিরোধে আপনি আগে থেকেই আম খেতে পারেন

আম দ্রুত ওজন বাড়ায়

আম খেলে দেহ মন সুস্থ থাকে। এক সাথে অধিক পরিমানে আম খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে। এর কারন হচ্ছে অন্যান্য ফলের তুলনায় এই আমে ফাইবার কম আছে। প্রাকৃতিক সরক্রার পরমান বেশি। যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে বেশি করে আম খাবেন। আর যদি ওজন বাড়াতে না চান তবে এই ফল নিয়ম মতো খাবেন। এইটা আম খাওয়ার উপকারিতা  এর অন্ততভূক্ত।

রোগ প্রতিরোধে আম

গরমে বিভিন্ন ধরনের রোগ বালাই হবে এইটাই স্বাভাবিক। আর আম এই রোগ বালাই দমন করতে সহায়ক ভূমিকা পালন করে। এই গুলা আম খাওয়ার উপকারিতা। বিভিন্ন ধরনের রোগ বালাই সম্পরকে জানানো হলো-

হিট স্ট্রোকঃ গরমে হিট স্ট্রোক হতে পারে এইটাই স্বাভাবিক। এই আম আমাদের শরীরের ভেতরটা ঠান্ডা ও শীতল হয়ে থাকে। এই গরমের আমাদের শরীরের ভিতর কমল রেখে হিট স্ট্রোক ঠেকায়।

রাত কাণাঃ ভিটামিন এ এর অভাবে রাতকান রোগ হয়। পরিমান মতো আম খেলে ভিটামিন এ এর অভাব পুরন হয়। চোখের যত্নে এই আম খেলে খুবি উপকার পাওয়া যায়।। আর যারা ড্রাই আই রোগে ভূগছেন তারা আম খেকে উপকার পেতে পারেন।


বদ হজমঃ আম হজম সহায়ক ফল। আম খেলে হজম শক্তি বাড়ে। পরিমান মত আম বদ হজম ঠেকাতে সাহায্য করে।

আম খাওয়ার অপকারিতা 

পূথিবীতে প্রায় সব কিছুরি একটা ভালো একটা মন্দ দিক থাকবে এইটাই স্বাভাবিক। আম খাওয়ার উপকারের পাশা পাশি কিছু অপকার ও আছি। নিন্মে আম খাওয়ার অপকারিতা দেয়া হলো-

অতিরিক্ত আম পেটে সমস্যা করে

প্রত্যেক ফল খাওয়ার কিছু নিয়ম আছে। ঠিক তেমনি আম খাওয়ার ও কিছু নিয়ম আছে। নিয়ম এর বেশি আম খেলে পেটে সমস্যা হতে পারে। অতিরিক্ত আম খেলে পাচনতন্ত্র বিপর্যয়ে পড়তে পারে। তাই অতিরিক্ত আম খাওয়া পরিহার করুন।

লো- ফাইবার এ আম

বিভিন্ন জাতের আমে ফাইবার কম থাকে কারন বেশির ভাগ ফাইবার থাকে আমের খোসায় আর বীজে। এই কারনে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।

এলারজি বাড়াতে পারে

যাদের অতিরিক্ত পরিমানে এলারজি হয় তার আম খেলে এই সমস্যা বাড়তে পারে। আমে প্রোটিন ল্যাটেস্কোর মতো উপাদান রয়েছে যা এলারজি বাড়াতে সাহায্য করে।

লেখকের মন্তব্য

আম যেমন উপকার করে তেমনি অপকার ও করে। এই আম ভালবাসা জাগায়। এই আম বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।বিশেষ করে ক্যান্সার এর বড় রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই গুলার পাশা পাশি কিছু অপকার ও রয়েছে। তাই সঠিক নিয়মে আম খাওয়া দরকার।াম আম খাওয়ার  উপকারিতা অনেক।


আমার এই পোস্টটি পড়ে যদি আপনার ভাল লাগে বা উপকার হয় তাহলে আপনি লাইক সাস্ক্রাইব করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর কে আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url